বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

পোস্ট অফিসের গাফিলতিতে চাকরি থেকে বঞ্চিত হতভাগ্য চাকরিপ্রার্থী

মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ প্রতিনিধি):
  • আপডেট সময় : 1:35 pm, শনিবার, ৬ জুলাই, ২০২৪

পোস্ট অফিস থেকে সময়মতো চিঠি না পৌঁছানোর কারণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক সরকারি চাকরীপ্রার্থীর ভাইভা পরীক্ষা মিস হয়েছে। বঞ্চিত হয়েছেন চাকরি থেকে। ভুক্তভোগী চাকরিপ্রার্থীর নাম মো. শামীম হাসান। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের দিনমজুর ইদ্রিস মিয়ার ছেলে।
ভুক্তভোগী জানান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের ‘লিফটম্যান’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। ১লা জুলাই তার নামে পোস্ট অফিসে একটি চিঠি এসেছে জানতে পেরে তিনি পোস্ট অফিস থেকে চিঠিটি সংগ্রহ করেন। চিঠি খোলে দেখেন ভাইভার নির্ধারিত তারিখ ২২ জুন ২০২৪, যা ইতোমধ্যেই পার হয়ে গেছে। যার ফলে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ তথা চাকরি পাবার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি। অথচ ঈশ্বরগঞ্জ পোস্ট অফিসে সেই চিঠিটি আসে গত ১৩ই জুন। চিঠিটি প্রেরিত হয়েছিল গত ৬ই জুন, যার রেজিস্ট্রি নম্বর ২৭৭। প্রসঙ্গত, পোস্ট অফিস থেকে ভুক্তভোগী শামীম হাসানের বাড়ির দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এই ঘটনায় হতাশায় ভেঙ্গে পরেছেন দরিদ্র পরিবারের সন্তান ভুক্তভোগী সেই চাকরিপ্রার্থী। কান্নাজড়িত অভিব্যক্তিতে মনে হয় যেন বিষাদের আকাশ ভেঙে পরেছে তার মাথার উপর। সরকারের কাছে এর যথাযথ প্রতিকার দাবী করেছেন তিনি।

এদিকে ঈশ্বরগঞ্জ পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. আব্দুছ ছাত্তার ঘটনাটি স্বীকার করে দু:খ প্রকাশ করেছেন। তিনি বলেন, পোস্ট অফিসের এই শাখায় লোকবলের অভাব, ৪ জন ডাক পিয়নের বিপরীতে বর্তমানে ১ জনও নেই। ২ জন পরীক্ষামূলক ডাক পিয়ন (ই ডি) দ্বারা কোনোমতে কাজ চালানো হচ্ছে। যার ফলে সঠিকভাবে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। এই চিঠিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ই ডি সাইদুর রহমান-এর উপর। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com