মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিল্যান্ড আহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:43 pm, মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

ঢাকার সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তাঁকে মুমুর্ষ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাংগাইল জেলার মির্জাপুর থানার হাতকোড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের সিএন্ডবি এলাকার পশু সম্পদ গবেষনা প্রতিষ্ঠানে শীতকালীন সার্ভে এন্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত প্রায় সাড়ে এগারটার দিকে আবুবকর সিদ্দিক ব্যক্তিগত কাজে সাভার সদরে আসেন। এরপর ঐ সময় তিনি প্রশিক্ষণস্থলে যাওয়ার জন্য বাসে করে সিএন্ডবি বাসস্ট্যান্ডে পৌঁছান। এ্ সময় ৫/৬ জনের ছিনতাইকারী দল তাঁকে এলোপাথারী ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আবুবকর সিদ্দিককে চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, এসিল্যান্ড আবু বকর সিদ্দিকের অবস্থা আশংকাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৫টি ছুরির আঘাত রয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসিল্যান্ড আবু বকর সিদ্দিকের পেটে ও পিঠে ছুরির আঘাতের চিহৃ রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসীর দাবি, সাভারের রেডিও কলোনী থেকে সিএন্ডবি ও বিশ মাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তৎপর রয়েছে ছিনতাইকারীরা। এদের ভয়ে সন্ধ্যার পরে চলাফেরা করতে ভয় পায় সাধারণ জনগণ। ইতিপূর্বে এসব ছিনতাইকারীদের কবলে পরে প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিরিহ মানুষ। এসব এলাকায় সন্ধ্যার পরে নিয়মিত পুলিশের টহল দেয়ার দাবি করেছেন সচেতন মহল। #

https://youtu.be/Tf4yBJighJc

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com