ময়মনসিংহে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এদিন বিকাল ৪:৩০ টায় ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোহিত উর রহমান (শান্ত)-র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে টাউন হল প্রাঙ্গণ সংলগ্ন অ্যাডভোকেট মাহমুদ আল-নূর তারেক অডিটোরিয়ামে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহিত উর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম. আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, স্কুল শিক্ষার্থীগণ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোহিত উর রহমান এমপি বলেন, বনাঞ্চল উজাড় করার কারণে বৃক্ষের পরিমাণ কমে যাওয়ার ফলে জলবায়ুর বৈরী রূপ দেখতে হচ্ছে। নাতিশীতোষ্ণ বাংলাদেশে এখন অতি গরম বা অতি শীতের প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমান সরকার পরবর্তী প্রজন্মকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহতদের স্বজনদের মাঝে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।