বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ঢাকা জজ কোর্ট সংলগ্ন এলাকায় কোটা বিরোধী অবস্থান ও বিক্ষোভ মিছিল

মো. সাখাওয়াত উল্লাহ
  • আপডেট সময় : 11:09 am, সোমবার, ৮ জুলাই, ২০২৪

কোটা বিরোধী আন্দোলন যেন দিন দিন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। বেশ কিছুদিন যাবৎ চলমান লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও (৭ই জুলাই, রবিবার) স্থানে স্থানে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকাল ৩টার দিকে ঢাকার সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, জনসন রোডস্থ ঢাকা জজকোর্ট সংলগ্ন শাঁখারী বাজার ও বাহাদুর শাহ পার্কের মধ্যবর্তী মোড়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী সড়ক অবরোধ করে কোটা বিরোধী স্লোগান দিচ্ছেন। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘কবর কবর কবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সড়ক অবরোধ করে রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এ সময় উপস্থিত পুলিশ সদস্যেরকে শৃঙ্খলা রক্ষায় তৎপর দেখা যায়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com