শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

সাব-রেজিষ্টার অফিসের কেরানীর দায়িত্ব পালন করেন অন্যজন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:37 pm, মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

dolol_dolilবদিয়ার রহমান, সিএনআই নিউজ, লালমনিরহাট : জেলার এক সাব-রেজিষ্টার অফিসে কেরানীর দায়ীত্ব পালন করেন অন্য একজন। আর এই দায়িত্ব পারনের নির্দেশ দিয়েছেন সরাসরি সাব-রেজিষ্টার জানান কেরানী। কেরানী বলেন, ওই সাব-রেজিষ্টার পুরো অফিসের ধর্তকর্তা। আর তার প্রধান অনুসারী ওই লোকটি। ফলে সাব-রেজিষ্টার অফিসে দুর্নীতি আর অনিয়মে ভরে গেছে। নাম প্রকাশ না করার শর্তে কেরানী জানান, এই সাব-রেজিষ্টার যোগদানের পর হতে শ্রেণী পরিবর্তন দলিল পাড় হয় অহরহ। প্রতিদলিলে নেয় মোটা অংকের টাকা। তার এমন কথার প্রেক্ষিতে উপজেলা ভুমি অফিসে খোজ নিয়ে জানাগেছে, এমন দলিল খারিজে আটক আছে অনেক। এসব দলিল শ্রেণী পরিবর্তনে নেয়া হয়নি কোন অনুমতি। ফলে সরকারী লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাব-রেজিষ্টারসহ তার অনুসারী। তবে সাব-রেজিষ্টার অফিসে খোজ নিয়ে অনুসন্ধানে পাওয়া গেছে এমন অনেক তথ্য। অনেক দলিল লেখক স্বীকার করেন। কিন্তু নাম প্রকাশ না করার অনুরোধ জানান। আগত জমি রেজিষ্টারী করা আসা লোকজন জানান, জমি রেজিষ্টারী করছি খারিজ হয়না। এক প্রশ্নের উত্তরে বলেন, দলিল লেখক কম খরচে দলিল করতে পারবে জানিয়ে দলিল লেখে। কিন্তু তারা ভুল করলেও সাব-রেজিষ্টার কি করে এত বড় ভুল করলেন। ফলে আমাদের জমির দলিল খারিজ হচ্ছেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com