রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 2:30 pm, সোমবার, ৬ মে, ২০২৪

ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কবির হোসেন। শুক্রবার উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিমপাড়ায় এক নির্বাচনি সভায় তিনি এ আহ্বান জানিয়েছেন।
এক মিনিট ১৯ সেকেন্ডের এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
ভিডিওতে কবির হোসেনকে বলতে শোনা যায়, ‘আমরা কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার বেগে যার যার অস্ত্র লইয়া মাঠে আসতে হবে।’
এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমান স্বপনকে ৫০০ ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি ছাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুবরাজ।
এ বিষয়ে কবির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি বেগে বলতে গতি বুঝিয়েছি। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টি অন্যরকম শোনা গেছে। ইউএনও রোববার আমাকে বিষয়টি নিয়ে ডেছেন। আমি এভাবে বলে এসেছি। এ সময় প্রার্থী ছাইদুর রহমানও উপস্থিত ছিলেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com