শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চীন রাশিয়ার হুমকি, আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র ফোর্বসের ‌‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকায় ৯ বাংলাদেশি বিএনপির আশায় গুড়ে বালি দিয়ে বার্তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র’ বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলার বোরহানউদ্দিনে ৪৮ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক : রাষ্ট্রপতি জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি ও সময়সীমা বাড়াচ্ছে আইন মন্ত্রণালয় কেন্দ্রে ভোটার আনতে প্রচারণা চালাবে কমিশন : ইসি হাবিব খুলনায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ‘ট্রাক সেলে’ পণ্য বিক্রি শুরু প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিটিভির আয়োজন

বাঁশখালীতে হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার কিশোরের মৃত্যু,

বশির আলমামুন, চট্টগ্রাম:
  • আপডেট সময় : 11:28 am, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীতে বুনো হাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড়-সংলগ্ন লিচুবাগান থেকে হাতি তাড়াতে গেলে এ ঘটনা ঘটে। নিহত কিশোর রিজভী বৈলছড়ি ইউনিয়নের কুলীনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।
এ ঘটনায় নিহতের পরিবার বুধবার (১ মে) হাতির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিজভী গত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ির একটি মুদির দোকানে চাকরি করতো। ওই দিন রাত ২টার দিকে তার পারিবারিক লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে আরও লোকজনের সঙ্গে হাতি তাড়াতে যায়। একপর্যায়ে বাগানে হাতির আক্রমণে গুরুতর আহত হয় রিজভী। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে একটি হাতি লিচুবাগানে প্রবেশ করে। খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতির আক্রমণের শিকার হয় রিজভী।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাকমা বলেন, ‘হাতির আক্রমণে এক কিশোর মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হাতির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com