বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে : প্রধান বিচারপতি শাকিব খানের বিয়ে নিয়ে নতুন তথ্য ফাঁস! চালকদের ক্যাপ-পানি, স্যালাইন দিয়ে মে দিবস পালন তেজগাঁও থানার টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার মালিক ও শ্রমিক বাঁচলে অর্থনীতি সমৃদ্ধ হবে, দেশ এগিয়ে যাবেমে দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী ভারতের ৫০ স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে রাজধানীবাসী হিমাগারে ৩০ হাজার বস্তা আলুতে পচন, কৃষক ও ব্যবসায়ীরা দিশাহারা বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী মা দিবসে রুনা লায়লার গান

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:00 pm, সোমবার, ১ জুলাই, ২০১৯

সিএনআই নিউজ :  ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরের ৪০তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বে এটি হবে উভয় দলের অস্টম ম্যাচ। বিশ্বকাপে এ দুই দল প্রথম মুখোমুখি হয় ২০০৭ আসরে। প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে পরাজিত করে বড় বিস্ময়ের জন্ম দেয় বাংলাদেশ।
এ পরাজয়ের কারণে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এরপর দুই দল পরস্পরের মুখোমুখি হয় ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। এ দুই ম্যাচেই অবশ্য বড় জয় পায় ভারত।
এবার বিশ্বকাপে দুই দলের গুরুত্বপূর্ণ পরিস্যংখ্যান :অতীত ফলাফল :
২০০৭- বাংলাদেশ ৫ উইকেট জয়ী, ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা।
২০১১-ভারত ৮৭ রানে জয়ী, ম্যাচ সেরা বিরেন্দার শেবাগ।
২০১৫- ভারত ১০৯ রানে জয়ী, ম্যাচ সেরা রোহিত শর্মা।

ব্যাটিং পারফরমেন্স :
৩৭০/৪ ২০১১ বিশ্বকাপে ভারতের সংগ্রহ। বিশ্বকাপ মঞ্চে ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
১৯১ রানে ভারত অলআউট ২০০৭ বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর।
১৭৭ বিরেন্দার শেবাগের রান। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ রান সংখ্যা।
১৭৫ ২০১১ আসরে বিরেন্দার শেবাগের রান সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে কোন এক ইনিংসে কোন খেলোয়াড়ের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
৩ সেঞ্চুরি : বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে সেঞ্চুরি সংখ্যা। তিনটি সেঞ্চুরি মালিক হলেন বিরেন্দার শেবাগ( ১৭৫, ২০১১ আসর), বিরাট কোহলি (১০০, ২০১১ আসর) এবং রোহিত শর্মা (১৩৭, ২০১৫ আসর)।
৭ হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে হাফ সেঞ্চুরির সংখ্যা।
বোলিং পারফরমেন্স :
৬ সর্বোচ্চ উইকেট সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচে একজন বোলার হিসেবে মুনাফ প্যাটেল সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন।
৪/৩৮ সেরা বোরিং ফিগার। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে কোন বোলারের সেরা বোলিং ফিগার। ২০০৭ আসরে যে রেকর্ড গড়েন বাংরাদেশের মাশরাফি।
উইকেট কিপিং পারফরমেন্স :
৮ সর্বোচ্চ ডিসমিজাল। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে সবর্ােচ্চ এ ডিসমিজালের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির।
৪ এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিজাল সংখ্যা। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ২০১৫ আসনে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ এ ডিসমিজালের রেকর্ড গড়েন ধোনি।
ফিল্ডিং পারফরমেন্স :
২ ক্যাচ। বিশ্বকাপে বাংরাদেশ-ভারত ম্যাচে টাইগার দলের আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ এবং টিম ইন্ডিয়ার রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামির রয়েছে সর্বোচ্চ দুটি ক্যাচ নেয়ার এ রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com