বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পেট্রোলপাম্পে অভিযান, মাটিবহনকারী গাড়িকে অর্থদণ্ড

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 10:01 pm, বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেট্রোল পাম্প ও পরিবেশ সংরক্ষণ আইনে মাটি জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ই ফেব্রয়ারী) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ ও বিএসটিআই কর্মকতার্সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করেন। অভিযানে ট্রেশন রোড়ের যমুনা পেট্রোল পাম্প ও মৌলভীবাজার রোডের নাহার পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়ায় অভিযোগের সত্যতা পাওয়া যায় ভ্রাম্যমাণ আদালত। যমুনা পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা ও নাহার পেট্রোল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিবেশ সংরক্ষণ আইনে ১টি মাটিবাহন গাড়ী আটক করে মাটি জব্দ ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা ও তা আদায় করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com