মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. শরাফত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে জিআর-৬৬/১৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত এক বছরের সশ্রম কারাদন্ড অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ এর ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।