মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ফ্যাসিবাদী বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : 12:22 pm, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সংহতি সপ্তাহের আহ্বান, অটুট রাখবো অভ্যুথান এই স্লোগান বাস্তবায়নে মৌলভীবাজারে ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) রাতে স্থানীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জাকারিয়া ইমন, সুমন ভূইয়া, রুহুল আমিন, মো. ইমাজ, আফিকুল ইসলাম, মোজাম্মিল আহমদ অংশগ্রহণ করেন।

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার প্রতিনিধি আহ্বায়ক জনি আহমেদ, সদস্য সচিব মখলিছ রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি শহর শিবিরের সেক্রটারী কাজী দাইয়ান আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ছাত্রসমাজের (পার্থ) প্রতিনিধি জেলা আহ্বায়ক আবদাল হোসাইন, সদস্য সচিব সাজিদুর রহমান, খেলাফত ছাত্র মজলিশের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সভায় ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে মৌলভীবাজার জেলার ছাত্রসমাজ মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এতে একমত পোষণ করেন এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করার সহমত পোষণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com