ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট ও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে গভীরতম ষড়যন্ত্রের ফাঁদ পাতা হচ্ছে। জনগণের অভ্যন্তরে দাঙ্গা সৃষ্টি করার জন্য প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে দেশদ্রোহীরা। পতিত স্বৈরাচার ফিরে আসছে ভিন্ন-ভিন্ন রূপে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি।
‘আজ আমাদের প্রিয় সাইফুল ভাইকে নিষ্ঠুরভাবে শহিদ করে দিল উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী আওয়ামীদের দোসররা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন নৃশংসতম হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ’ স্ট্যাটাসে উল্লেখ করেন সাদিক।
সাদিক কায়েম বলেন, আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে চাচ্ছি। আমাদের বিশ্বাস অনতিবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করবে। দেশবাসীকে আহ্বান করব নিজের অবস্থান থেকে সচেতন হোন। কারো উসকানিতে পা দেবেন না। উত্তেজিত না হয়ে আসন্ন সংকট মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করুন সবাই। এই দেশ আমার—সব ধর্মের। টেকসই ইনকিলাবের প্রয়োজনে মব ইস্টাবলিশ করা থেকে নির্বৃত্ত থাকার অনুরোধ। বিচার হবেই ফ্যাসিমুক্ত বাংলায় ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি বলেন, নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন।