“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যয় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনাসভা ছাড়াও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈমসহ আরো অনেকে।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে অতিথিবৃন্দ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালন করেন। #