সাভারে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দেয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহষ্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি গ্রামে।
সূত্র জানায়, ওই এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দখল করার পায়তারা করছিল দুর্বৃত্তরা। স্বাস্থ্য কেন্দ্রটি ৪৫ শতাংশ জমির উপর নির্মিত হলেও দখল হয়ে গেছে প্রায় ২০ শতাংশ জমি। সেখানে একটি দখলদার মহল দোকানপাট তৈরী করে ভাড়া দিয়ে মোটা অংকের মুনাফা লুটে নিচ্ছে।
স্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর ভেঙ্গে নতুন করে দখলদাররা আবারও দোকানপাট তুলবে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার মেজবাহ উদ্দিন। তিনি এঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙচুর করার ঘটনা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকার কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে