রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী সংকটের মধ্যেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ শেখ হাসিনা ও ফ্যাসিবাদী দলের নেতাদের সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান কুদালিছড়া-ডুপাবিল খাল খননে অনিয়মের অভিযোগ দায়ের-জেলা প্রশাসক হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন আলুর বাম্পার ফলনের আশায় মুন্সীগঞ্জের কৃষকরা অভিনেত্রী সোহানা সাবা আটক বিদেশি প্রভাব ও রাশিয়ার নিষেধাজ্ঞা সংক্রান্ত টাস্কফোর্স কমাবে যুক্তরাষ্ট্র লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি

সোহাগী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
  • আপডেট সময় : 4:18 pm, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ২ নং সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহাম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সোহাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি সোহাগী রেলওয়ে স্টেশন সহ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহাগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার কবির হিরো, সাবেক সাধারণ সম্পাদক নাসরুল্লাহ খান মুজাহেদী প্রমুখ। আনোয়ার কবির হিরো তার বক্তব্যে বলেন, গত আড়াই বছরে সোহাগী ইউনিয়নের গরীব মানুষের জন্য যত ত্রান-সামগ্রী এসেছে, ইউপি চেয়ারম্যান সেগুলো গরীব মানুষকে না দিয়ে কিছুসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভাগ বাটোয়ারা করে খেয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা তাদের তাজা রক্ত দিয়ে এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে এবং ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতায় আসা স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাদের রক্তকে বৃথা যেতে দেওয়া হবে না। বক্তব্যে তিনি সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহাম্মেদ ভূঁইয়ার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও ঘোষণা দেন। এসময় ইউপি চেয়ারম্যানের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং নামফলক খুলে ফেলা হয়।

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগী ইউনিয়ন যুবদল-এর সাবেক সভাপতি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মঞ্জুরুল হক ভূঁইয়া, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য নাজমুল হুদা গোলাপ সহ সোহাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ/সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com