বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ ‘৪৫ বছরের রাজনৈতিক জীবনে শতাধিক মামলা খেয়েছি’ নাজমুল হাসান তালুকদার রানা  কাউনিয়ায় সচেতনতা মুলক কৃষক উঠান বৈঠক অনুষ্ঠিত দেখার কেউ নেই? ঘোড়াঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকিপূর্ণ নৌপথে পারাপার জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : 10:53 am, বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

গাজী টেলিভিশনের একটি টকশোতে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার আমলী আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব। তিনি জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে এই মামলা করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনে সাংবাদিক কাজী জেসিন সঞ্চালিত ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম জামায়াত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ড. নাহরিন বিবিসি বাংলায় দেওয়া অধ্যাপক জাহিদুল ইসলামের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে দাবি করেন, “জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি ‘জামায়াতের হক’ বলেছিলেন।”

বাদীর দাবি, এ বক্তব্যের মাধ্যমে তিনি ‘ইঙ্গিত দিয়েছেন জামায়াত নেতারা নারী লোভী’, যা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

তবে বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে জাহিদুল ইসলাম বলেছিলেন, “৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হলেও জামায়াতের দ্বারা কেউ হয়রানির শিকার হয়নি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সমর্থকরা এখন আমাদের দিকে ঝুঁকছেন।”

এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “ড. নাহরিন ইসলাম মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমার এবং আমার দলের সম্মান ক্ষুণ্ন করেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, নাগরিক অধিকার রক্ষার স্বার্থে আমি আইনের আশ্রয় নিয়েছি।”

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের একটি অংশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলাটি আদালত গ্রহণ করে তদন্তের নির্দেশ দেবে কি না, তা এখনও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com