আজ (১৬ মে) রাতে ঢাকার আশুলিয়া থানায় চাঁদাবাজি মামলায় ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, আশুলিয়া থানার তাজপুর গ্রামের কসিমউদ্দিন সরকারের ছেলে ইকবাল সরকার ও দেলোয়ার সরকার।
ঘটনার বিবরনে জানা যায়, তাজপুরে প্রায় ১৫ বছর যাবৎ ১৯ শতাংশ জমির উপর বাড়ি করে বসবাস করে আসছিলেন সাভারের আশুলিয়া থানার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান দেওয়ানের ছেলে দেওয়ান রাজু। বাড়িটির প্রতিবেশী তাজপুর এলাকার চিহিৃত সন্ত্রাসী ইকবাল সরকার ও দেলোয়ার সরকার বিভিন্ন সময় রাজুর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় বাড়িটি দখল করতে চায় তারা। বিভিন্নভাবে দেওয়ান রাজুকে হুমকী-ধামকী ও প্রাণ নাশ করারও চেষ্টা করেছে এই দুই ভাই।
এ ব্যাপারে দেওয়ান রাজু মামলা দায়ের করলে তদন্তের পর আজ রাতে ইকবাল ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
তাদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে জানায় আশুলিয়া থানা পুলিশ।