বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে পাঁচ দিনব্যাপী জোড় শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে এ জোড় শেষ হবে। শুক্রবার (২৯ নভেম্বর) ফজরের পর টঙ্গীর টিনশেড মসজিদে আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোড়ের কার্যক্রম শুরু হয়েছে।
তাবলিগের শুরায়ি নেজামের (মাওলানা জোবায়েরের অনুসারীদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেছেন, আজ বাদ ফজর আম বয়ানের মাধ্যমে দাওয়াত ও তাবলিগের শুরায়ি নেজামের অধীনে জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে তা শেষ হবে।
প্রতিবছর ইজতেমার আগে প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের দিকনির্দেশনা গ্রহণের সুযোগ লাভ করেন।
এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ি নেজামের মুরুব্বিদের আগমন ঘটে।
উল্লেখ্য, ২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।