মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

আওয়ামী লীগ মরা লাশ, টানাহেঁচড়া করে লাভ নেই: নুরুল হক নুর

ময়মনসিংহ ব্যুরো
  • আপডেট সময় : 10:43 pm, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, আওয়ামী লীগ এখন মরা লাশ, একে নিয়ে টানাহেঁচড়া করে লাভ নেই। কেউ যদি আওয়ামী লীগের নাম নেয়, তার পরিণতি ভালো হবে না। গণঅভু্যত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। শনিবার নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ‘তারুণ্যের গণসমাবেশে’ তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, ‘জুলাই গণঅভু্যত্থানে ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু সারা দেশে এখনো আওয়ামী লীগের দোসর হিসাবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি। শেখ হাসিনা জুতা পরার সময় পায়নি। আপনারাও পালিয়ে যাওয়ার সময় পাবেন না।’

তিনি বলেন, ‘আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই। গণঅভু্যত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন একই সঙ্গে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভোটের আনুপাতিক হারে আসন ব্যবস্থা করতে হবে। যে দল যে পরিমাণ ভোট পাবে সেই দলকে ভোটের হিসাবে আসন বিন্যাস করে দিতে হবে। আমেরিকার মতো দেশ চার বছরের প্রেসিডেন্ট নির্বাচন দিতে পারলে আমাদেরকেও ভাবতে হবে চার বছরে নির্বাচন ব্যবস্থার।’ এসময় তিনি গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে বলে জানিয়ে নেত্রকোনা-২ আসনে হাসান আল মামুনকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন। 

জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, রোকেয়া জাবেদ মায়া, সৈয়দ মাহাবুবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com