বিএনপি জামায়াতের ডাকা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি রংপুরের কাউনিয়া উপজেলার জনজীবনে। হরতাল প্রতিহত করতে আওয়ামীলীগ শান্তি সমাবেশ করেছে কাউনিয়া বাসস্ট্যান্ডে। সন্দেহভাজন রুশো আটক।
রবিবার সকাল সন্ধ্যা হরতাল চলাকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দুরপাল্লার গাড়ি দেখা গেছে খুব কম। অফিস গুলোতে সেবা গ্রহিতাদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। হরতালে বিএনপি জামায়াতের কোন নেতা কর্মীদের মাঠে দেখা মিলেনি। সকালে সাড়ে ১১টা এবং বিকেল ৪টায় রেলগেটে বিএনপির দলীয় কার্যালয়ে দেখাগেছে তালা ঝুলানো। হরতালের আগের রাতে বা হরতাল চলাকালে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কাউনিয়া থানা পুলিশ শনিবার রাতে আবু হাসান রায়হান রুশো নামের সন্দেহভাজন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে রবিবার তাকে ১৫১ ধারায় গ্রেফতা দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেন।
অপর দিকে এই হরতাল প্রতিহত করতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশের আলী, আব্দুল কাদের , বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, টেপামধুপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম শফি, কুর্শা ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, যুবলীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্মআহŸায়ক জামিল হোসেন, সাদ্দাম হোসেন প্রমূখ।