রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

ঈদে বৃষ্টির গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:11 am, বুধবার, ৮ আগস্ট, ২০১৮

bristi20180808045302সিএনআই নিউজ : চিরসবুজখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এবার বৃষ্টির গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানটির নাম ‘বৃষ্টি এলেই আসো তুমি’। আসছে ঈদে গানটি সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হবে অডিও-ভিডিও আকারে।রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অটমুনাল মুন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। বেশ বড় ও চমকপূর্ণ আয়োজনে এ গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানালেন কুমার বিশ্বজিৎ।
তিনি বলেন, এ গানটির অডিও আমার বেশ মনে ধরেছে। কথা-সুর অনেক ভিন্নধর্মী। সব মিলিয়ে অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। আমাকেও অন্য রূপে দেখা যাবে এখানে। সেটা এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাকুক। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে, মনকে নাড়া দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com