সিএনআই নিউজ : চিরসবুজখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এবার বৃষ্টির গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানটির নাম ‘বৃষ্টি এলেই আসো তুমি’। আসছে ঈদে গানটি সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হবে অডিও-ভিডিও আকারে।রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অটমুনাল মুন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। বেশ বড় ও চমকপূর্ণ আয়োজনে এ গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানালেন কুমার বিশ্বজিৎ।
তিনি বলেন, এ গানটির অডিও আমার বেশ মনে ধরেছে। কথা-সুর অনেক ভিন্নধর্মী। সব মিলিয়ে অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। আমাকেও অন্য রূপে দেখা যাবে এখানে। সেটা এখনই বলতে চাই না। চমক হিসেবেই থাকুক। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে, মনকে নাড়া দেবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com