রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

অনুষ্ঠানমালা ছোটপদার্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:46 pm, মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

taneyaসিএনআই নিউজ :বাংলাভিশনে প্রতি রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ

আরটিভিতে প্রতি রোব, সোম ও মঙ্গলবার রাত ১০টায় প্রচার হচ্ছে বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটক ‘মজনু একজন পাগল নহে’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ

স্টার জলসায় আজ রাত ১১টায় প্রচার হবে মেগা সিরিয়াল খোকাবাবু। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার নিয়মিত প্রচার হচ্ছে

বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, নাজিরা মৌ, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোশের্দ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম. হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ

জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার

এটিএন বাংলায় আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভলিউমটা কমান’। আজ প্রচার হবে নাটকটির ১০০তম পবর্। মারুফ মিঠুর রচনা ও পরিচালনায় রোমান্টিক কমেডিধমীর্ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, প্রাণ রায়, নওশিন, জেনি, শখ, খোকা, ইভানা, সুজাতা, ফারুক আহমেদ, এ কে আজাদ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com