সিএনআই নিউজ :বাংলাভিশনে প্রতি রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ
স্টার জলসায় আজ রাত ১১টায় প্রচার হবে মেগা সিরিয়াল খোকাবাবু। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার নিয়মিত প্রচার হচ্ছে
বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, নাজিরা মৌ, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোশের্দ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম. হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ
জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার
এটিএন বাংলায় আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভলিউমটা কমান’। আজ প্রচার হবে নাটকটির ১০০তম পবর্। মারুফ মিঠুর রচনা ও পরিচালনায় রোমান্টিক কমেডিধমীর্ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, প্রাণ রায়, নওশিন, জেনি, শখ, খোকা, ইভানা, সুজাতা, ফারুক আহমেদ, এ কে আজাদ প্রমুখ
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com