সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বয়ে চলা কাটাখালি নদীর উপর অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজ (বড়পুল) এর পাশে বহুতল ভবন নির্মাণ ও অবৈধ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ইলিয়ট ব্রিজের পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের সংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, জেলা জাসদ নেতা আবু বক্কর ভূঁইয়া, জেলা বাসদ সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতা কমরেড নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রায় একশত বছর আগে নির্মিত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজ (বড়পুল)। কিন্তু প্রভাবশালীরা ব্রিজটির মূল নকশা পরিবর্তন করে এর পাদদেশে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ উদাসীন। তাই আগামী সাতদিনের মধ্যে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও ব্রিজের পাশ অবৈধ দখলমুক্ত করার জোর দাবি জানান তারা।
১৮৯২ সালের ৬ আগস্ট কাটাখালি নদীর উপর ভূমি সমতল থেকে কমপক্ষে ২৫ ফুট উঁচু করে ব্রিজটি নির্মিত হয়। তৎকালীন বাংলা ও আসামের গভর্নর স্যার চার্লস ইলিয়ট ব্রিজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তার নাম অনুসারেই ব্রিজটির নাম হয় ইলিয়ট ব্রিজ। ব্রিজটির বৈশিষ্ট্য হলো এটিতে কোনো খুঁটি ব্যবহার করা হয়নি। সেই সময়ে ১৮০ ফুট দীর্ঘ ও ১৬ ফুট প্রস্থের ব্রিজটি ছিল অত্র অঞ্চলের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য স্থাপনা।