সব বকেয়া ও চূড়ান্ত বিল এককালীন পরিশোধ ও বিদ্যুৎ সংযোগের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এ অবরোধ পালন করছেন শ্রমিকরা।
অবরোধ চলাকালে সমাবেশে সভাপতিত্ব করছেন মিলটির সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার সিকদার।
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালে তাদের মিল বন্ধ হয়ে যাওয়ায় স্থায়ী ও অস্থায়ী ১৫শ’ শ্রমিক বেকার জীবনযাপন করছেন। মিলের বিদ্যুৎ লাইনও কেটে দেওয়া হয়েছে। যে কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।



খুলনা: খুলনার বন্ধকৃত অ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় শুরু হওয়া মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের খুলনা-যশোর সড়কে এ অবরোধ চলবে দুপুর ১টা পর্যন্ত। এদিকে শ্রমিকদের এ কর্মসূচির কারণে ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।






