
মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চর-বাগাট গ্রামে ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুর রহস্য খুলেছে। গ্রেফতারের পর পুলিশের কাছে ছেলে-মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে মা তাসলিমা বেগম (২৮)।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেই ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চরবাগাট গ্রামের নিজ বাড়িতে ১ মে রাতে নিজ বাড়িতে পাঁচ বছরের ছেলে তকি মোল্লা ও ছয় মাসের মেয়ে তাহেরাকে হত্যার অভিযোগে তাদের মা তাসলিমা বেগমকে পুলিশ বুধবার রাতে গ্রেফতার করা হয়। তাসলিমা ওই গ্রামের ইউসুফ হোসেন মোল্যার ছেলে আব্দুল্লাহ-আল-মামুনের স্ত্রী।
এ ব্যাপারে নিহতদের দাদা ইউসুফ আলী বাদী হয়ে বৃহস্পতিবার পুত্রবধূ তাসলিমা বেগমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, মধুখালী থানার ওসি রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।