প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০১৬, ৬:১৮ পি.এম
মধুখালীতে ছেলে-মেয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার
![]()
মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চর-বাগাট গ্রামে ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুর রহস্য খুলেছে। গ্রেফতারের পর পুলিশের কাছে ছেলে-মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে মা তাসলিমা বেগম (২৮)।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেই ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চরবাগাট গ্রামের নিজ বাড়িতে ১ মে রাতে নিজ বাড়িতে পাঁচ বছরের ছেলে তকি মোল্লা ও ছয় মাসের মেয়ে তাহেরাকে হত্যার অভিযোগে তাদের মা তাসলিমা বেগমকে পুলিশ বুধবার রাতে গ্রেফতার করা হয়। তাসলিমা ওই গ্রামের ইউসুফ হোসেন মোল্যার ছেলে আব্দুল্লাহ-আল-মামুনের স্ত্রী।
এ ব্যাপারে নিহতদের দাদা ইউসুফ আলী বাদী হয়ে বৃহস্পতিবার পুত্রবধূ তাসলিমা বেগমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, মধুখালী থানার ওসি রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube