
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাইকরাইল এলাকায় ট্রাকের চাপায় সেলিম মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া উপজেলার মুলিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, সকালে সাকরাইল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সেলিম।
এ সময় ঘাটাইল থেকে এলেঙ্গাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।