টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাইকরাইল এলাকায় ট্রাকের চাপায় সেলিম মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া উপজেলার মুলিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, সকালে সাকরাইল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সেলিম।
এ সময় ঘাটাইল থেকে এলেঙ্গাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com