
গাজীপুরের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ আহমেদ রনী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাতের কোন এক সময় ওই যুবক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যায়। নিহত রনী নীলফামারী জেলার সৈয়দপুরের মুন্সীপাড়া এলাকার ড. কোফফার রোডের মৃত ইমতিয়াজ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সালনা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, রাতের কোন এক সময় ওই যুবক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান। নিহতের মুখমণ্ডল থেঁতলে গেছে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।