গাজীপুরের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ আহমেদ রনী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাতের কোন এক সময় ওই যুবক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যায়। নিহত রনী নীলফামারী জেলার সৈয়দপুরের মুন্সীপাড়া এলাকার ড. কোফফার রোডের মৃত ইমতিয়াজ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সালনা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, রাতের কোন এক সময় ওই যুবক অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান। নিহতের মুখমণ্ডল থেঁতলে গেছে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com