বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঢাবিতে বিনামূল্যে ভাষা-বাচন সমস্যা শনাক্তকরণ কাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:16 am, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও অটিজম সচেতনতা দিবস আগামীকাল (শনিবার)। এ উপলক্ষে বিভাগটির পক্ষ থেকে শিশু ও বয়স্কদের ভাষা ও বাচন সমস্যা শনাক্তকরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ঢাবি সিরাজুল ইসলাম লেকচার হলে (লেকচার থিয়েটার বিল্ডিং) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

2016_04_01_08_17_52_QP1Z8TIe1PgnlHsQ0VflwDB1ymmGhx_originalঅনুষ্ঠানে অটিস্টিক, সিপি, এডিএইচডি, ডাউন সিনড্রোমসহ অন্যান্য ভাষাবৈকল্যে আক্রান্ত শিশু ও বয়স্ক স্ট্রোকের রোগীদের বিনামূল্যে ভাষা ও বাচন সমস্যা শনাক্ত করা হবে।

শনাক্তকরণ কার্যক্রমে ডাক্তার, মনোবিজ্ঞানী, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, ডেন্টিস্টদের সমন্বয়ে গড়া বিশেষজ্ঞ বোর্ড অংশ নেবেন। এর পাশাপাশি রোগীদের ফ্রি দন্ত, মেডিকেল ও ফিজিওথেরাপি চেকআপ করা হবে।

এজন্য রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে : যোগাযোগ বৈকল্য বিভাগ, কক্ষ- ২০৮৮, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুঠোফোনে যোগাযোগ করুন : ০১৯১৮১০৮৫৬৬, ০১৭৯৭৩৪১৪৫৭, ০১৭১৬৬৩৭৯৯২, ০১৭১২৭৪৯৫৪৫, ০১৯৩৭১২৯৭৭২, ০১৭১৫০৪০৮০২, ০১৬৭৫৭৬৫০৪২।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com