ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও অটিজম সচেতনতা দিবস আগামীকাল (শনিবার)। এ উপলক্ষে বিভাগটির পক্ষ থেকে শিশু ও বয়স্কদের ভাষা ও বাচন সমস্যা শনাক্তকরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ঢাবি সিরাজুল ইসলাম লেকচার হলে (লেকচার থিয়েটার বিল্ডিং) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অটিস্টিক, সিপি, এডিএইচডি, ডাউন সিনড্রোমসহ অন্যান্য ভাষাবৈকল্যে আক্রান্ত শিশু ও বয়স্ক স্ট্রোকের রোগীদের বিনামূল্যে ভাষা ও বাচন সমস্যা শনাক্ত করা হবে।
শনাক্তকরণ কার্যক্রমে ডাক্তার, মনোবিজ্ঞানী, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, ডেন্টিস্টদের সমন্বয়ে গড়া বিশেষজ্ঞ বোর্ড অংশ নেবেন। এর পাশাপাশি রোগীদের ফ্রি দন্ত, মেডিকেল ও ফিজিওথেরাপি চেকআপ করা হবে।
এজন্য রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে : যোগাযোগ বৈকল্য বিভাগ, কক্ষ- ২০৮৮, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুঠোফোনে যোগাযোগ করুন : ০১৯১৮১০৮৫৬৬, ০১৭৯৭৩৪১৪৫৭, ০১৭১৬৬৩৭৯৯২, ০১৭১২৭৪৯৫৪৫, ০১৯৩৭১২৯৭৭২, ০১৭১৫০৪০৮০২, ০১৬৭৫৭৬৫০৪২।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com