ঢাকার সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাথে মত বিনিময় করেছেন উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমর। বৃহষ্পতিবার রাতে সাভারের একটি অভিজাত হোটেলে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়।
ইউনিটির সভাপতি নাজমুল হুদার সভাপতিতত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ বাশার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি, যুগ্ম সম্পাদক আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, নির্বাহী সদস্য গোলাম মোস্তফাসহ প্রমুখ।
বক্তব্যে ফখরুল আলম সমর বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। মানবিক কাজে সাংবাদিকদের অংশগ্রহণ করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে সাংবাদিকদের মুখ্য ভূমিকা পালন করার কোন বিকল্প নেই।
এছাড়াও তিনি অপ-সাংবাদিকতা রোধে সকলকে ভূমিকা রাখার আহবান জানান।
শেষে দেশ ও জনগণের কণ্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।