দক্ষিন কোরিয়ার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন “দহম” এর উদ্যোগে সাভারের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে তেতুঁলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের সহায়তায় কয়েক’শ প্রতিবন্ধি ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন “দহম” এর পরিচালক মিস পার্ক সেউংহিউন। লং লাইভ ফ্রেন্ডশিপ বাংলাদেশের ব্যানারে দহম নামে এ সংস্থাটি বিভিন্ন অসহায় ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে সহযোগীতা করে আসছেন বলে জানান সংস্থার পরিচালক। ভিনদেশী বেসরকারী এই সংস্থার পক্ষ থেকে বিনামুল্যে শীত বস্ত্র ও খাবার পেয়ে দুঃস্থ মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন। সেইসাথে এই কার্যক্রম সবসময় চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। #