বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন দেখা যাবে আজ ‘৪৫ বছরের রাজনৈতিক জীবনে শতাধিক মামলা খেয়েছি’ নাজমুল হাসান তালুকদার রানা  কাউনিয়ায় সচেতনতা মুলক কৃষক উঠান বৈঠক অনুষ্ঠিত দেখার কেউ নেই? ঘোড়াঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকিপূর্ণ নৌপথে পারাপার জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অসুস্থতার কারণে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:12 pm, বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

Khaleda_Zia_Court-2সিএনআই নিউজ : অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনাপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করানো হয়নি। অসুস্থতাকে বিবেচনায় নিয়ে আদালত ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়িয়েছেন। মামলায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারিত ছিল। এদিন বেগম খালেদা জিয়াকেও আদালতে হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত। তবে আদালতে কারা কর্তৃপক্ষ থেকে পাঠানো ‘কাস্টডি’তে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি আর্থ্রাইটিস রোগে ভুগছেন। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

এর আগে, গত ২৮ মার্চ বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিনও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। পরে বিচারক ৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।

মোশাররফ হোসেন কাজল বলেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com