সোমবার (২৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
মফিদুল হক বলেন, ‘বেগম’ পত্রিকার মাধ্যমে ৪০ দশকের ঘেরাটোপে থাকা নারীদের বাইরের বিশ্বের খবর পৌঁছে দিয়েছিলেন তিনি। সবচেয়ে বড় কথা- সাংবাদিকতায় তিনি যা শুরু করেছিলেন তা ধরে রেখেছিলেন। সে জন্যই আজকের নারীরা অনেক বেশি আলোচিত।
তিনি বলেন, ‘সওগাত’ পত্রিকার মাধ্যমে পারিবারিক আবহে যে আলো তিনি ছড়িয়েছিলেন সে আলোয় অালোকিত আজকে বাংলাদেশের প্রতিটি নারী। তার এই ভূমিকা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এ জাতি মনে রাখবে।











