প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০১৬, ৫:১৬ পি.এম
বাংলাদেশ যতদিন,নূরজাহান ততদিন
![]()
ঢাকা: যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমও মানুষের স্মরণে থাকবেন বলে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি লেখক-প্রকাশক মফিদুল হক।
সোমবার (২৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
মফিদুল হক বলেন, ‘বেগম’ পত্রিকার মাধ্যমে ৪০ দশকের ঘেরাটোপে থাকা নারীদের বাইরের বিশ্বের খবর পৌঁছে দিয়েছিলেন তিনি। সবচেয়ে বড় কথা- সাংবাদিকতায় তিনি যা শুরু করেছিলেন তা ধরে রেখেছিলেন। সে জন্যই আজকের নারীরা অনেক বেশি আলোচিত।
তিনি বলেন, ‘সওগাত’ পত্রিকার মাধ্যমে পারিবারিক আবহে যে আলো তিনি ছড়িয়েছিলেন সে আলোয় অালোকিত আজকে বাংলাদেশের প্রতিটি নারী। তার এই ভূমিকা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এ জাতি মনে রাখবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube