মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

গন্ধ পানিতে নাকানি-চুবানি!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:39 pm, শনিবার, ২১ মে, ২০১৬

b-BG20160521183117ওয়াসার যত কাজ ভর বর্ষায়! ভোগান্তি দেওয়া তাদের যেন অভ্যাসে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের কাজেও অনেক সময় ওয়াসার বাধা হয়ে দাঁড়ানোর প্রশ্ন ওঠে।

এর মধ্যে মালিবাগ-শান্তিনগর এলাকায় যুক্ত হয়েছে ফ্লাইওভারের কাজ। সব মিলিয়ে বর্ষায়ও গলদঘর্ম সাধারণ মানুষ।

রাস্তায় নেমে প্রতি মুহূর্তে তাদের পড়তে হচ্ছে বেকায়দায়। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভোগান্তির শেষ নেই।
b-120160521182627অফিস কিংবা কাজে বেরিয়ে তাই বৃষ্টির পানি ও ওয়াসার পচা গন্ধ পানির মধ্যে রিকশা নিয়ে কাত হয়ে পড়ে খেতে হচ্ছে নাকানি-চুবানি।শনিবার (২১ মে) সারাদিন মালিবাগ এলাকা ছিলো সাধারণ মানুষের জন্য দুর্বিষহ। কয়েকজনকে রিকশা নিয়ে উল্টে পড়তে দেখা গেছে।

এছাড়া প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা অধিক পানিতে বন্ধ হয়ে পড়েছে চরম ভোগান্তিতে।

লাল ফ্ল্যাগ বা কোনো সকর্ততামূলক চিহ্ন না থাকায় ‍কাটা রাস্তার খানা-খন্দে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com