ওয়াসার যত কাজ ভর বর্ষায়! ভোগান্তি দেওয়া তাদের যেন অভ্যাসে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের কাজেও অনেক সময় ওয়াসার বাধা হয়ে দাঁড়ানোর প্রশ্ন ওঠে।
এর মধ্যে মালিবাগ-শান্তিনগর এলাকায় যুক্ত হয়েছে ফ্লাইওভারের কাজ। সব মিলিয়ে বর্ষায়ও গলদঘর্ম সাধারণ মানুষ।
রাস্তায় নেমে প্রতি মুহূর্তে তাদের পড়তে হচ্ছে বেকায়দায়। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভোগান্তির শেষ নেই।
অফিস কিংবা কাজে বেরিয়ে তাই বৃষ্টির পানি ও ওয়াসার পচা গন্ধ পানির মধ্যে রিকশা নিয়ে কাত হয়ে পড়ে খেতে হচ্ছে নাকানি-চুবানি।শনিবার (২১ মে) সারাদিন মালিবাগ এলাকা ছিলো সাধারণ মানুষের জন্য দুর্বিষহ। কয়েকজনকে রিকশা নিয়ে উল্টে পড়তে দেখা গেছে।
এছাড়া প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা অধিক পানিতে বন্ধ হয়ে পড়েছে চরম ভোগান্তিতে।
লাল ফ্ল্যাগ বা কোনো সকর্ততামূলক চিহ্ন না থাকায় কাটা রাস্তার খানা-খন্দে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com