রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

অবমুক্ত নতুন ‘লায়লা মজনু’র ট্রেলার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:05 pm, বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

164001LMসিএনআই নিউজ : মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলীর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লায়লা মজনু’র ট্রেলার। ট্রেলার বলছে, ভালোবাসা আর উন্মাদনার নিখুঁত মিশ্রণ অপেক্ষা করে আছে দর্শকদের জন্য।

ছবিটিকে ক্লাসিক লায়লা মজনুর প্রেমের গল্পের এই সময়ের প্রেক্ষিতে অনুবাদ বলা যেতে পারে। সিনেমায় মূল অভিনেতা-অভিনেত্রী হলেন তৃপ্তি ডিমরি এবং অবিনাশ তিওয়ারি। পরিচালক সাজিদ আলি।

দুই মিনিটের ট্রেলারে বোঝা যাচ্ছে দুই নায়ক-নায়িকার প্রেম আর বিভিন্ন বাধা বিপত্তিই ছবির মূল বিষয়। তবে গোটা ঘটনার পটভূমি হচ্ছে কাশ্মীর। ইমতিয়াজ আলী এবং একতা কাপুরের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবিটি।

চলচ্চিত্রের প্রযোজক ইমতিয়াজ আলী ও একতা কাপুর সোশাল মিডিয়াতেও ব্যাপক প্রচার করছেন এই সিনেমার। ‘জব উই মেট’ পরিচালক একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সেখানে তিনি বলছেন, আমরা প্রায়ই শুনি অমুক প্রেমে পাগল হয়ে গেছে, তমুক ভালোবাসার জন্য উন্মাদ…..পাগল না হলে ভালোবাসাই কী হলো! আমি অবাক হয়ে ভাবতাম ভালোবাসার সাথে পাগলামির কী সম্পর্ক! উন্মাদ করা ভালোবাসা জিনিসটা আসলে কী? লায়লা মজনু এই অনুভূতিরই প্রকাশ ছিলেন। এই সিনেমাও সেই ভালোবাসার কথাই বলে।

‘লায়লা মজনু’ ২৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমেশ তা মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর।
সূত্র : বলিউড লাইফ.কম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com