রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

এখন আর দশর্ক তামিল ছবির নকল দেখতে চায় না

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:40 pm, বুধবার, ৮ আগস্ট, ২০১৮

fairdusসিএনআই নিউজ : সাক্ষাৎকার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বড়পদার্য় চিত্রনায়িকা পূণির্মার সঙ্গে  দীর্ঘ দিন র্পর জুটি  বাঁধছেন   তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা ‘গাঙচিল’ নামের ছবিতে চুক্তি স্বাক্ষর করেন। এই ছবি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ফেরদৌস

গাঙচিল’ ছবির গল্প নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা ঘটনা নিয়ে। উপন্যাসটি এরই মধ্যে যারা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পকের্ জানেন। আর যারা পড়েননি তাদের জন্য বলছি, এখানে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। আর পূণির্মাকে দেখা যাবে এনজিওকমীর্ চরিত্রে। একটি চরে দুভির্ক্ষ দেখা দিলে পেশাগত কারণে আমি আর পূণির্মা সেখানে   পৌছাই । এভাবেই গল্প এগিয়ে যাবে।

মৌলিক গল্পের ছবি…

আমাদের দশর্ক এখন আর তামিল ছবির নকল দেখতে চায় না। তাই এখনকার বেশির ভাগ ছবি দশর্ক গ্রহণ করছে না। মৌলিক গল্পের ছবি দশর্ক পছন্দ করেন। সেটা মাথায় রেখেই ছবিটি করতে যাচ্ছি। ‘গাঙচিল’ সম্পূণর্ একটি মৌলিক ছবি। আমরা চেয়েছি আমাদের দেশের গল্প বলতে। যেখানে সমাজের বাস্তব চিত্র, প্রেম, বিরহ সবই আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে ছবিটি নিমির্ত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। তার প্রথম ছবি ‘এক কাপ চা’ আমার প্রযোজনায় নিমির্ত। এই ছবিটি অবশ্য যৌথভাবে প্রযোজনা করছি আমি এবং ছবির পরিচালক। শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে। আমরা চেষ্টা করছি, দশর্কদের সত্যিকার অথের্ একটি ভালো ছবি উপহার দিতে।

লম্বা বিরতির পর…

আমি আর পূণির্মা চলচ্চিত্রে সেভাবে জুটি গড়তে পারিনি। সবের্শষ কত বছর আগে একসঙ্গে বড় পদার্য় কাজ করেছি তাও মনে নেই। সম্ভবত রাক্ষুসী বা বলো না ভালোবাসি ছবিতে একসঙ্গে কাজ করেছি। তবে দশর্ক আমাদের জুটি হিসাবে পছন্দ করে। কারণ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা, স্টেজ পারফরমেন্সের মাধ্যমে আমরা মোটামুটি দশের্কর সামনেই ছিলাম। আমাদের জুটির ওপর দশের্কর ব্যাপক আগ্রহ লক্ষ করেছি। তাই আশা করছি, মৌলিক গল্পের দেশীয় ছবি ‘গাঙচিল’ দিয়ে আমরা দশর্কদের আবারও হলমুখী করতে পারব।

পরপর দুই ছবি…

‘গাঙচিল’ ছাড়াও কিছুদিন আগে ‘জ্যাম’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই ছবিতেও আমার সহশিল্পী পূণির্মা। ‘জ্যাম’ ছবিটি নিমির্ত হবে প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মসের ব্যানারে। পরপর দুটি ছবিতে আমরা দুজন চুক্তিবদ্ধ হওয়ায় দশর্ক কিছুটা বিভ্রান্তিতে পড়েছে। বিষয়টি পরিস্কার করতে অল্প সময়ের প্রস্তুতিতে ‘গাঙচিল’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করেছি। অচিরেই বড় আয়োজনে এই ছবির মহরত অনুষ্ঠান করা হবে।

অন্যান্য ব্যস্ততা…

বতর্মানে আমার হাতে বেশ কিছু চলচ্চিত্র রয়েছে। সেগুলো হলো ‘শূন্য হৃদয়’, ‘গন্তব্য’, ‘মেঘকন্যা’, ‘পবিত্র ভালোবাসা’, মাহমুদ দিদারের ‘বিউটি সাকার্স’, জিএম ফারুকের ‘যদি আরেকটু সময় পেতাম’, অঞ্চন আইচের ‘রূপবতী’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। এর বাইরে আসছে ঈদুল আজহায় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপনা করব। সেখানেও আমার সঙ্গে থাকবেন পূণির্মা। আশা করছি, এ অনুষ্ঠানটিও দারুণ জনপ্রিয়তা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com