
সিএনআই নিউজ : সম্প্রতি ‘আমি তো ভালা না’ গানটি সোস্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পায়। পরে তা যাযাবর ব্যান্ডের ক্যাপ্টেন গ্রাম্য মঞ্চের অভিনয়শিল্পী এম এ এইচ রানাকে নিয়ে গানটি নতুন করে ভিডিও ধারণ করে তার নিজস্ব ইউটিউবে রিলিজ করেন। গানটি গেয়ে তিনিও বেশ প্রশংসিত হয়েছেন।
এ প্রসঙ্গে যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেন বলেন, ‘আমি মূলত ফোক গান করি।’
ক্যাপ্টেন যাযাবর নামে ব্যান্ডের যাত্রা শুরু করেন ২০১১ সাল থেকে । ২০১৪ সালে জি সিরিজ থেকে ‘বিশ্বাসের একটা ব্যাপার’ নামে প্রথম অ্যালবাম বাজারে আসে। এরপর ২য় অ্যালবাম ঈগল মিউজিক থেকে ‘জঞ্জাল’, ৩য় অ্যালবাম সিডি চয়েস থেকে ‘কালো’। তবে তার এবারের পরিবেশনা একটু ভিন্ন রকমের। সা¤প্রতিক সময়ের মোবাইল রেকডির্ং করা মাহাবুব শাহর কথা ও সুরে ‘আমি তো ভালা না’ গানটি বেশ সাড়া জাগানোর পর এখন নতুন স্টুডিও রেকডির্ং শেষে ভিডিও রিলিজ করলেন বংশী মিডিয়ার ব্যানারে।