রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

ঈদ ধামাকায় শাকিব-বুবলী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:52 am, বুধবার, ৮ আগস্ট, ২০১৮

sakib-khan20180808043005সিএনআই নিউজ : সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী। ঢাকাই সিনেমার আলোচিত জুটি। শুধু আলোচিত নয়, বর্তমান সময়ের সেরা জুটি তারা। প্রতিবছর ঈদে তাদের নিয়ে থাকে পরিচালকের বিশেষ ভাবনা। অর্থাৎ এই জুটির সিনেমা মানেই হিট। কয়েক ঈদে শাকিব-বুবলী জুটির একাধিক সিনেমা রিলিজ হয়েছে দেশের সর্বাধিক সিনেমা হলে। এবারের ঈদকে কেন্দ্র করে যে সিনেমাটি মুক্তি পাবে, তার নাম ‘ক্যাপ্টেন খান’। শাকিব-বুবলী অভিনীত এই সিনেমা নিয়ে তাই আলোচনারও কমতি নেই।শাকিব খান তার একাধিক সিনেমার নায়িকা বুবলী প্রসঙ্গে বলেন, ‘দেখুন, বুবলীকে আমি বলি কমপ্লিট অ্যাক্টর। এছাড়া আমরা জুটি বেঁধে কিন্তু শুধু রোমান্টিক সিনেমাই করিনি বা একই ধরনের সিনেমা করিনি। আমরা ভার্সেটাইল কাজ করেছি। সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের চরিত্রেই ওর পারদর্শিতা দর্শকরা দেখেছেন। সেই ধারাবাহিকতায় ক্যাপ্টেন খানের মতো ভিন্নধর্মী গল্পেও বুবলী দারুণ কাজ করেছে। যা ঈদেই সবাই দেখতে পাবেন।’বর্তমানে অভিনেত্রী শবনম বুবলী এখন অবস্থান করছেন থাইল্যান্ডে। সেখানে চলছে ‘ক্যাপ্টেন খান’-এর শেষভাগের শুটিং। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। শুধু এটিই কেন, এখন পর্যন্ত এই নায়িকাকে শুধুমাত্র শাকিবের বিপরীতেই দেখা গেছে। গত তিন ঈদে তাদের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই বেশ আলোচিত ছিল। ক্যাপ্টেন খান নিয়ে আরও বেশি প্রত্যাশী এই অভিনেত্রী।এ বিষয়ে বুবলী বলেন, ‘আমি এখন পর্যন্ত যে সিনেমাগুলোতে অভিনয় করেছি, সবগুলোই গল্প নির্ভর সিনেমা ছিল। ক্যাপ্টেন খান সবগুলো সিনেমা থেকে ভিন্ন ঘরানার। ফেস্টিভ্যালের সিনেমাগুলো যেমন হওয়া উচিত, ক্যাপ্টেন খানও তেমন। সবকিছুতেই নতুন নতুন গন্ধ। গল্প, গান, দৃশ্যায়ন সবকিছুতেই। সব মিলিয়ে আশা করছি ঈদে বড় একটি ধামাকা হবে।’গত সোমবার সিনেমাটির গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শাকিব-বুবলী। দেশটির বিভিন্ন লোকেশনে একাধিক গানের শুটিং হবে। গানগুলোর দায়িত্বে থাকছেন বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’-সিনেমার কোরিওগ্রাফার আদিল শেখ ও চেন্নাইয়ের নামী আরেক কোরিওগ্রাফার।থাইল্যান্ড সফর প্রসঙ্গে বুবলী বলেন, ‘মার্চ থেকেই সিনেমাটির কাজ শুরু হয়েছে। রোজার মধ্যে কক্সবাজারে দ্বিতীয় লটের কাজ শেষ করি। এরমাঝে টানা বৃষ্টির কারণে সিনেমার গানগুলোর শুটিং করা সম্ভব হয়নি। এরমধ্যে ঈদেরও বেশিদিন বাকি নেই। এখন আবহাওয়া ভালো, তাই আমরা সুযোগটি কাজে লাগিয়েছি। খুব শিগগিরই সিনেমাটির সব কাজ শেষ হয়ে যাবে।’
শাকিব-বুবলী ছাড়াও ক্যাপ্টেন খান ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কলকাতার পায়েল মুখার্জি, সম্রাট, অমিত হাসান, ডন, বড়দা মিঠু, শিবা শানু প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com