সিএনআই নিউজ : সোশ্যাল মিডিয়া থেকে পরিচিতি। এরপর থেকেই সমালোচনা ঠেলে নিজের কাজ করে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরইমধ্যে ‘মারছক্কা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামনে আরেকটি চলচ্চিত্রে কাজ করার কথাও শোনা যাচ্ছে।এসবের মাঝেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবের জন্য একের পর এক ভিডিও করে যাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কাজ করছেন। তবে পরিচিত চেহারার আশরাফুল আলমকে দেখা গেল ভিন্ন চেহারায়। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। তারই ট্রেলার প্রকাশ হয়েছে। আর এখানেই দেখা গেল টারজানের অবয়বে। স্বল্পদৈর্ঘ্যের নাম ‘টারজান দ্য হিরো আলম।’আশরাফুল আলম বলেন, আমাকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের প্রস্তাব দেওয়া হয়, আমি না করিনি। টারজানের চরিত্রে অভিনয় করেছি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরও চরিত্রে কাজ করতে চাইআলমের বিপরীতে অভিনয় করেছেন রুবিনা, অমি রুবেল ও অন্যান্যরা। এটি পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান। ‘টারজান দ্য হিরো আলম’ প্রযোজনা করেছে বিডি এন্ড কম নামের একটি প্রতিষ্ঠান। শিগগির এটি মুক্তি পাবে বলে জানালেন আশরাফুল আলম।