রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

নওগাঁয় বিজিবি’র উদ্যোগে বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসুচী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:20 pm, সোমবার, ১ আগস্ট, ২০১৬

Naogaon News Picture-14 B.G.B er Bikhko Ropon O Motsho Obmuktokoron Kormoshuci  =31-07-2016.-2তানভীর চৌধুরী, সিএনআই নিউজ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পতœীতলার উদ্যোগে রবিবার সকালে পৃথক পৃথক বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসুচী-২০১৬ পালিত হয়েছে।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর বৃক্ষ রোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে মাছের পোনা অবমুক্তকরন ও ব্যাটালিয়ান চত্বরে বৃক্ষ রোপন করে কর্মসূচীর উদ্ধোধন করেন ৪৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম, জি+। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক এস.এম মাহমুদ হাসান (ইঞ্জিনিয়ার্স) এবং সকল স্তরের সৈনিকবৃন্দ ।

Naogaon News Picture-43 B.G.B er Bikhko Ropon O Motsho Obmuktokoron Kormoshuci  =31-07-2016.-1পোনা অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচীতে ৬ হাজার ১শ টি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত এবং প্রায় ৫ শতাধীক ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে বলে বিজিবি সুত্রে জানা গেছে।

অপর দিকে পতœীতলা ১৪ বিজিবি’র উদ্যোগে বৃক্ষ রোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসূচীতে পতœীতলা ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আলী রেজা (ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে পতœীতলা ১৪ বিজিবি’র ক্যাম্প চত্বরে আম, পেয়ারা ও নারিকেলের চারা রোপন শেষে ২ টি পুকুর ও লেকে রুই, কাতলা, মৃগেল, তেঁলাপিয়া ও মাগুর মাছের পোনা অবমুক্তকরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পতœীতলা ১৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোঃ ইকবাল আক্তার, পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাংবাদিক মনিবুর রহমান চৌধুরী, দিলিপ চৌহান, ১৪ ব্যাটালিয়ন সদরের সকল সদস্যবৃন্দ সহ সুধীজন প্রমুখ। বৃক্ষ রোপন ও মৎস অবমুক্তকরন কর্মসূচী পালন উপলক্ষে ১৪ বিজিবি’র আওতায় সীমান্তবর্তী বিওপিতে একই সাথে বৃক্ষরোপন ও ১০ টি পুকুরে মৎস পোনা অবমুক্ত করা হয়। উক্ত কার্যক্রম ৩১ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত চলবে বলে ১৪ বিজিবি ক্যাম্প সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com