বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের লাশ দেখল বাংলাদেশী স্বজনরা সুন্দরগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের আর্থিক সহায়তা প্রদান  ঘোড়াঘাটে বিএনপি নেতার পূজা মন্দির পরিদর্শন ঘোড়াঘাটে তালাকপ্রাপ্তা শিক্ষিকা কর্তৃক সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

গাইবান্ধায় বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:26 pm, শনিবার, ৩০ জুলাই, ২০১৬

flood_bdছাদেকুল ইসলাম রুবেল, সিএনআই নিউজ, গাইবান্ধা, প্রতিনিধি ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ২৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্রের পানির চাপে বাঁধটি ভেঙে যায়। এতে প্রায় ৫০টি বসতঘর পানিতে ভেসে যায়। আহত হয় ১০ জন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্রের পানির চাপে রাত সাড়ে ৯টার দিকে সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজা মিয়ার বাড়ির কাছে প্রায় ২০০ ফুট ভেঙে যায়। এতে উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালি, খামার বোয়ালি ও তালুক বুড়াইলসহ ১০টি গ্রাম প্লাবিত ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির চাপ বেড়ে যায়। এতে সিংরিয়ার বাজারে ওয়াপদা বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com