শনিবার (২১ মে) বিকেলে দর্শনার হঠাৎ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের আশান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দর্শনার হঠাৎ পাড়া অতিক্রম করার সময় নার্গিস খাতুন ট্রেনের নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা জিআরপি পুলিশ ও দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে নার্গিস খাতুন ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।











