শনিবার (২১ মে) সকালে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুলতান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। খেলাধুলার মাধ্যমে আমরা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাই। এতে কর্মকর্তা ও কর্মচারীদের বন্ধন দৃঢ় হয় এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আসে।
আগামীতে এ আয়োজন আরও বড় পরিসরে করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।











